Ajker Patrika

মাটিচাপা ৭৪ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

পাবনা প্রতিনিধি
জব্দ করা ৭৪ কেজির কষ্টি পাথরের মূর্তি। সোমবার বিকেলে পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা ৭৪ কেজির কষ্টি পাথরের মূর্তি। সোমবার বিকেলে পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার আমিনপুরে বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় রাজু আহমেদ বাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ও কুষ্টিয়া র‍্যাবের একটি যৌথ দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজী শরীফপুর গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কষ্টিপাথরের ওই মূর্তি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ফারহান-উজ-জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আটক রাজু আহমেদ বাবুকে জব্দকৃত মূর্তিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত