পাবনা প্রতিনিধি
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহত জালালের ভাই লাবু হোসেন বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার যায়নি।
প্রতিপক্ষের বাড়িতে আগুন
এদিকে, হত্যার ঘটনার পর নিহতের স্বজন ও দলীয় সমর্থকরা প্রতিপক্ষের দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, হেমায়েতপুর মানসিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই ভাই আলী হোসেন ও রেজাউল করিমের বাড়িতে কেউ নেই। তাদের বাড়িঘর সব ভাঙচুর, তছনছ করা। আগুনে পুড়ে গেছে বেশিরভাগ জিনিসপত্র। তার পাশাপাশি আজিজুল ইসলামের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। সেটিও বন্ধ রয়েছে। ভয়ে সবাই পলাতক রয়েছে।
আলী হোসেন ও রেজাউল করিমের ভাই আসলাম হোসেন বলেন, ‘গত শনিবার সকালে হত্যাকাণ্ড ঘটার পর দুপুরের দিকে তাদের লোকজন এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়িঘর ফেলে পালিয়ে গেছে তারা।’ তারা বিএনপির সমর্থক বলে জানান তিনি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলির সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম পক্ষের। গত শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডাও হয়।
সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে বেতেপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহত জালালের ভাই লাবু হোসেন বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার যায়নি।
প্রতিপক্ষের বাড়িতে আগুন
এদিকে, হত্যার ঘটনার পর নিহতের স্বজন ও দলীয় সমর্থকরা প্রতিপক্ষের দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, হেমায়েতপুর মানসিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই ভাই আলী হোসেন ও রেজাউল করিমের বাড়িতে কেউ নেই। তাদের বাড়িঘর সব ভাঙচুর, তছনছ করা। আগুনে পুড়ে গেছে বেশিরভাগ জিনিসপত্র। তার পাশাপাশি আজিজুল ইসলামের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। সেটিও বন্ধ রয়েছে। ভয়ে সবাই পলাতক রয়েছে।
আলী হোসেন ও রেজাউল করিমের ভাই আসলাম হোসেন বলেন, ‘গত শনিবার সকালে হত্যাকাণ্ড ঘটার পর দুপুরের দিকে তাদের লোকজন এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়িঘর ফেলে পালিয়ে গেছে তারা।’ তারা বিএনপির সমর্থক বলে জানান তিনি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলির সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম পক্ষের। গত শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডাও হয়।
সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে বেতেপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে