Ajker Patrika

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১: ৩৬
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার হাজীরহাট এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে পা পিছলে পড়ে আফজাল হোসেন (৪৮) নামের এক বিদ্যুৎশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে আরিফপুর হাজীরহাটের গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে দুর্ঘটনাটি ঘটে। 
 
জানা গেছে, নিহত আফজাল সদর উপজেলার আরিফপুর কবরস্থানপাড়া দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত আকবর আলীর ছেলে।    

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাজীরহাটের মাসপো গ্রুপের অফিসের সামনে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অধীনে বিদ্যুতের লাইনে একটি বাসাবাড়ির জন্য লাইন সংযুক্তের কাজ করছিলেন আফজাল। বিদ্যুতের খুঁটিতে তার লাগিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ছেলে কলেজশিক্ষার্থী মেহেদী হাসান শিশির বলেন, 'সন্ধ্যার পরে বাবা বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেলেন বিদ্যুতের ছোট একটি কাজ আছে, ঠিক করে দ্রুত বাড়িতে আসবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মসজিদে গিয়ে নামাজ আদায়ের বিষয়টিও বলেন তিনি। বাবা এভাবে দ্রুত আমাদের ছেড়ে চলে যাবেন কল্পনাও করিনি। আমরা এখন পুরো পরিবার এতিম হয়ে গেলাম।' 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত