Ajker Patrika

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রতিনিধি, পাবনা
পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে পাবনা-নগরবাড়ী মহাসড়কে সুজানগর উপজেলার দাড়িয়াপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার আমিনপুর থানার আহমেদপুর গ্রামের সবুজ হোসেনের দুই মেয়ে সিনথিয়া ও আয়শা। নিহত অটোরিকশা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন সবুজ হোসেনের স্ত্রী বিলকিস খাতুন।

প্রত্যক্ষদর্শী জানায়, বিলকিস খাতুন দুই শিশুকন্যাকে নিয়ে সুজানগরের বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আহমেদপুর শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দাড়িয়াপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ অটোরিকশার চালক মারা যায়। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, গুরুতর আহত বিলকিস খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নছিমন ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত