Ajker Patrika

ফেসবুক ব্যবহার নিয়ে ঝগড়া, স্বামী ও স্ত্রীর আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯: ০৪
ফেসবুক ব্যবহার নিয়ে ঝগড়া, স্বামী ও স্ত্রীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার নিয়ে ঝগড়ার জেরে পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রী দুজনই বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে। 

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুনের (১৮) সঙ্গে কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে রাকিব ব্যাপারীর (২৫) বছর খানেক আগে বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোন ও ফেসবুক চালানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। ওই রাতেই স্বামীর ওপর অভিমান করে মারিয়া বিষপান করেন। স্বজনেরা তাঁকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসার পর মারিয়াকে বাড়ি নিয়ে যান স্বজনেরা। হঠাৎ করে গতকাল শনিবার সকালে মারিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ওই দিন মারিয়ার স্বামী রাকিব ব্যাপারী স্ত্রীকে তাঁর শ্বশুরবাড়ি নিয়ে দাফন সম্পন্ন  করেন। শোক সইতে না পেরে রাকিব ব্যাপারী সন্ধ্যায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান। পরে গুরুতর অসুস্থ হলে স্বজনেরা তাঁকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করলে ওই দিন রাত ১২টার দিকে রাকিব মারা যান। 

এ ব্যাপারে সাঁথিয়া থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত