Ajker Patrika

নোয়াখালীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ 

নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের কবিরহাট সিনেমাহল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাসেল ও মাইন উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত রাব্বি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার ছেলে রাসেল (৩০) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকার হাসান আলী মিস্ত্রি বাড়ির আবদুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)। 

জানা গেছে, অটোরিকশা চালানোকে কেন্দ্র করে রাসেলসহ কয়েকজনের সঙ্গে রাব্বির বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে গতকাল রাতে রাব্বি অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারে যাওয়ার পথে রাসেল, মাইন উদ্দিনসহ অজ্ঞাত আরও ৮-১০ জন মিলে তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। পরে রাব্বিকে এনায়েতনগর এলাকার পুকুর পাড়ের ঝোপের মধ্যে ফেলে দেন তাঁরা। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার নিহতের মা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ বলেন, স্থানীয় লোকজনরা ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এ বিষয়ে কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ পরিদর্শক আরও বলেন, এ ঘটনায় রাতেই পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত