Ajker Patrika

ওবায়দুল কাদেরের কাছে তার ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কোম্পানিগঞ্জ আ.লীগের

প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১: ৪৪
ওবায়দুল কাদেরের কাছে তার ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কোম্পানিগঞ্জ আ.লীগের

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরেক নেতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদেরের কাছে এ দাবি জানান তিনি।

আজ সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে মিজানুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও আব্দুল কাদের মির্জার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে এসে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করা হবে।

আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ওপর হামলার ঘটনা ঘটে। তিনি নিজ কার্যালয়ে থেকে বসুরহাট যাওয়ার পথে কলাবাগান এলাকায় হামলার স্বীকার হন। তার পায়ে গুলি লাগে। আহত নুর নবী চৌধুরীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপন।

মিজানুর রহমান বাদলের অভিযোগ, পৌর মেয়র কাদের মির্জার নির্দেশে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে নুর নবীকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে তার এক পা গুলিবিদ্ধ হয় এবং অন্য পা ভেঙে যায়। 

এদিকে বাদলের এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র কাদের মির্জা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মিজানুর রহমান বাদল বলেন, আপনি আর কত চুপ থাকবেন, আমাদেরকে আর কত চুপ থাকতে বলবেন। আপনি আমাদেরকে চুপ থাকতে বলেন। অথচ চাইলেই জনগণকে সাথে নিয়ে এ অপরাজনীতি আমরা প্রতিহত করতে পারি।

এসময় মিজানুর রহমান বাদলের পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত