নোয়াখালী প্রতিনিধি
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে