Ajker Patrika

নোয়াখালীতে বিএনপির গণমিছিলের আগে ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৫
নোয়াখালীতে বিএনপির গণমিছিলের আগে ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে বিএনপির গণমিছিলের আগে দলটির ২৪ নেতা-কর্মী আটক করে নাশকতার অভিযোগে আগের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ রাসেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক  মো. মমিনুল হক কালা মিয়া ও শহর ছাত্রদলের আহ্বায়ক  মো. ওয়াসিমসহ ২৪ জন। 

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আগামী শনিবার জেলা শহরে বিএনপির গণমিছিল হওয়ার কথা। সে মিছিলকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শ্রমিক দলের আহ্বায়ক  মো. দেলওয়ার হোসেনের পৌর এলাকার সোনাপুরের বাড়িতে নেতা-কর্মীরা একত্রিত হয়। পরে তার বাড়িতে হাঁস পার্টি করছিল নেতা-কর্মীরা। তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে।’ গ্রেপ্তারদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত