Ajker Patrika

অধ্যক্ষকে পিটিয়ে জখমের অভিযোগে গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
অধ্যক্ষকে পিটিয়ে জখমের অভিযোগে গ্রেপ্তার ১

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের (৫৫) ওপর হামলা ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহিনকে (৪৮) গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত মাইন উদ্দিন শাহিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাইন উদ্দিন শাহিন চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুন্দরপুর এলাকার দফাদার বাড়ির আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে চাটখিল বাজারের একটি দোকান থেকে বাড়ির প্রয়োজনীয় মালামাল নিয়ে নিজে বাসায় ফিরছিলেন অধ্যক্ষ মহিউদ্দিন। পথে তাঁর গতিরোধ করে মাইন উদ্দিন শাহিন। কোনো কিছু বুঝে ওঠার আগে শাহিন প্রথমে অধ্যক্ষকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে অধ্যক্ষের মাথায় জখম করেন। এ সময় অভিযুক্ত শাহিন অধ্যক্ষের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় অধ্যক্ষ মহিউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী শাহিন। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে চাটখিল বাজার থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত