Ajker Patrika

নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১০: ২৫
নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮

নোয়াখালী: নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৩ জন। নতুন আক্রান্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। 

চলমান লকডাউনে চতুর্থ দফার আজ প্রথম দিন। লকডাউনে নোয়াখালী পৌরসভা ও সদরের ছয়টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়ন। 

আজ শনিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে; যার মধ্যে সদরে ৫৪, সুবর্ণচরে ৩, হাতিয়া ২, বেগমগঞ্জে ১৯, সোনাইমুড়ীতে ৮, চাটখিলে ২, সেনবাগে ৪, কোম্পানীগঞ্জে ২৩ ও কবিরহাট উপজেলার ১৩ জন রোগী রয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৬৮ দশমিক ৫৩। আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ২৬৮ জন এবং শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন রোগী। 

এদিকে নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যক্রমে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। শুক্রবার দিনব্যাপী লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত