Ajker Patrika

নোয়াখালীতে শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকেরা। আজ সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বানদত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূধন নাথ, আহত শিক্ষকের স্ত্রী আফরীন আক্তার, প্রাক্তন শিক্ষার্থী সিহাব উদ্দিন মাহিসহ অনেকেই। 

বক্তারা বলেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার নোয়াখালী শহরের পশ্চিম মহোদুরীর বাসায় শিক্ষক নিজাম উদ্দিনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হামলাকারী সন্ত্রাসী শাহাদত হোসেন প্রান্ত, মোয়াজ্জেম হোসেন ফাহাদকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার এত দিন অতিবাহিত হওয়ার পরও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত