হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে ১৩ তম ধাপের দ্বিতীয় দিনে আরও ১৭১৩ জন রোহিঙ্গা পৌঁছেছে। আজ বৃহস্পতিবার নৌ-বাহিনীর ৫টি জাহাজে দুপুর ১২টায় ভাসানচর পৌঁছান তারা। এর আগে গতকাল বুধবার আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু এসে পৌঁছেছে।
আজ আসা ১৭১৩ জন রোহিঙ্গার মধ্যে ১৫৩০ জন নতুন। অন্য ১৮৩ জন ভাসানচর থেকে সম্প্রতি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
এ নিয়ে ১৩টি ধাপে ভাসানচরে পৌঁছাল প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গা। প্রতিবারের ন্যায় আজও ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণের বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জায়গা দেওয়া হয়েছে।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার সময় রোহিঙ্গারা ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছে। এর আগে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে আসে।
জানা গেছে, ভাসানচরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এ আশ্রয়ণে পাঠানো হবে ১ লাখ রোহিঙ্গা।
গত বছরের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলমান রয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে ১৩ তম ধাপের দ্বিতীয় দিনে আরও ১৭১৩ জন রোহিঙ্গা পৌঁছেছে। আজ বৃহস্পতিবার নৌ-বাহিনীর ৫টি জাহাজে দুপুর ১২টায় ভাসানচর পৌঁছান তারা। এর আগে গতকাল বুধবার আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু এসে পৌঁছেছে।
আজ আসা ১৭১৩ জন রোহিঙ্গার মধ্যে ১৫৩০ জন নতুন। অন্য ১৮৩ জন ভাসানচর থেকে সম্প্রতি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
এ নিয়ে ১৩টি ধাপে ভাসানচরে পৌঁছাল প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গা। প্রতিবারের ন্যায় আজও ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আশ্রয়ণের বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জায়গা দেওয়া হয়েছে।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার সময় রোহিঙ্গারা ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছে। এর আগে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে আসে।
জানা গেছে, ভাসানচরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় সাড়ে ২৯ হাজার রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এ আশ্রয়ণে পাঠানো হবে ১ লাখ রোহিঙ্গা।
গত বছরের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলমান রয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে