হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’
নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে