Ajker Patrika

ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ, ১০ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ, ১০ বছরের কারাদণ্ড

২০১৪ সালে ৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নোয়াখালীতে রাজন দাস নামের এক ভুয়া ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাজন দাস ফেনী জেলার সদর উপজেলার পশ্চিম রামপুর গ্রামের মৃত অরুন দাসের ছেলে। 

দুদক সূত্রে জানা গেছে, রাজন দাস নিজেকে ফেনীর ‘রাজন টেলিকম’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের পরিচালক পরিচয় দিয়ে, ভুয়া কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংকের মহিপাল শাখায় ৪ লাখ টাকা এসএমই ঋণের জন্য আবেদন করেন। পরে ঋণ বাবদ ব্যাংক থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ফেনী মডেল থানায় বিশেষ আইনে মামলা দায়ের করে দুদক। 

দুদকের জেলা পিপি অ্যাডভোকেট আবুল কাশেম জানান, ‘বুধবার মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে ৪২০ ও ৪৬৮ ধারায় মোট ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড করেন। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত