Ajker Patrika

নোয়াখালীতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০৮

প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১০৮

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৪ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৩২ শতাংশ। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার। জেলার মধ্যে সর্বোচ্চ এ উপজেলায় মোট মৃতের সংখ্যা ৫৯ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৩৪৩টি নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ১৮ জন, সুবর্ণচরে ১১ জন, বেগমগঞ্জে ১ জন, সোনাইমুড়ীতে ৩৪ জন, চাটখিলে ১৭ জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও কবিরহাটের ১১ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৬০৪ জন। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৪০০ জন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা করোনা হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। আগের ভর্তি হওয়া ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ৩৫ জন নারী রোগীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। যার মধ্যে ২০ জনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত