Ajker Patrika

কৃষি জমির মাটির নিচ থেকে অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩১
কৃষি জমির মাটির নিচ থেকে অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলার একটি সয়াবিন খেত থেকে আবদুল হাকিম (৩৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা ওই অটো চালককে গলা কেটে হত্যার পর সয়াবিন খেতে নিয়ে মাটি চাপা দিয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। নিহত আবদুল হাকিম আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের ইব্রাহিম হোসেন রাজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সফিগঞ্জ বাজারের পাশে সয়াবিন খেতে কাজ করছিলেন কৃষকেরা। ওই খেতের মধ্যে রক্তের দাগ দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে যান তাঁরা। খেতের এক পাশে মাটি খুঁড়ে গর্ত করলে এর ভেতর কিছু চাপা দেওয়া হয়েছে বুঝতে পেরে আশপাশের লোকজন ডেকে আনেন কৃষকেরা। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তাঁরা মাটি সরিয়ে ভেতরে থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবদুল হাকিম পরিবারের সঙ্গে মাইজদীতে থাকতেন। গত রাতে বাসায় ফিরবে না বলে পরিবারকে জানিয়ে বিকেলে বাসা থেকে বের হন।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত