Ajker Patrika

ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি
ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন 

‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তাঁর শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ভোরের কাগজের জেলা প্রতিনিধি মো. সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তাঁর শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত