Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি

নোয়াখালী প্রতিনিধি
অভিযুক্ত সাখাওয়াত উল্লাহ। ছবি: সংগৃহীত
অভিযুক্ত সাখাওয়াত উল্লাহ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত উল্লাহ (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শনিবার সকালে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক চাটখিলের একটি মহিলা মাদ্রাসায় কর্মরত। তার গ্রামের বাড়ি হাতিয়ায়। ভুক্তভোগী মাদ্রাসার আবাসিক ছাত্রী।

জানা গেছে, গত বুধবার রাতে ওই ছাত্রীকে কৌশলে অন্য ছাত্রীদের কাছ থেকে ডেকে আনেন শিক্ষক সাখাওয়াত উল্লাহ। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে সাখাওয়াতের বিরুদ্ধে। বিষয়টি ভুক্তভোগী অন্য শিক্ষকদের জানালে আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন শুক্রবার রাতে ওই শিক্ষককে পিটুনি দিয়ে আটেক রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ হেফাজতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি চিকিৎসাধীন রয়েছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত