প্রতিনিধি
হাতিয়া (নোয়াখালী): রাস্তার পাশের খালের মধ্যে, পরিত্যক্ত ডোবায়, বাড়ির পুকুরে, চাষিদের খামারে ভাসছে মৃত মাছ। এর মধ্যে প্রখর রোদ আর গরমে দ্রুত পচে যাচ্ছে এই মরা মাছ। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের নয়টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে এখন এই পরিস্থিতি। পচা মাছের তীব্র কটূগন্ধে অতিষ্ঠ জনজীবন।
দ্বীপটিতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারে পানি সহজেই লোকালয়ে ঢুকে পড়ে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত বুধ ও বৃহস্পতিবারের অস্বাভাবিক জোয়ারে ভেসে যায় নিঝুমদ্বীপের বহু পুকুর ও খামারের মাছ। জোয়ারের নোনা পানিতে মরে যায় মিঠা পানির সব মাছ।
আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাট থেকে নামারবাজার পর্যন্ত প্রধান সড়কের দুপাশে জোয়ারের পানিতে ভেসে আসা অসংখ্য মৃত মাছ পড়ে আছে। পচতে শুরু করেছে এসব মাছ। ওই এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নাকে কাপড় চেপে চলাফেরা করছেন স্থানীয়রা।
বন্দরটিলা বাজারের উত্তর পাশে নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টের ম্যানেজার আব্দুল জলিল বলেন, সৌন্দর্য বৃদ্ধির জন্য রিসোর্টের সামনে একটি পুকুর খনন করা হয়। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরটি। জোয়ারের পানি লবণাক্ত হওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। এখন পচা মাছের দুর্গন্ধে রিসোর্টে থাকা যাচ্ছে না।
একই চিত্র নিঝুম দ্বীপের প্রতিটি গ্রামে। নিঝুম দ্বীপের ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা বাজারের পাশে চৌধুরী মৎস্য খামারটি এই দ্বীপের সবচেয়ে বড় মৎস্য খামার। আলাপ হয় এই খামারের মালিক এমরান চৌধুরীর সঙ্গে। তিনি জানান, প্রায় ১৬ একর জায়গায় তাঁর এই খামারটি তৈরি করা হয়েছে। বুধবারের অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে পুরো খামারটি। এতে তার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন পচা মাছের দুর্গন্ধ দুর করতে তাকে শ্রমিক নিয়োগ করে মৃত মাছ মাটিতে পুতে ফেলতে হচ্ছে। এই কাজে গত দুদিনে তাকে প্রায় ২০ হাজার টাকা খরচ করতে হয়েছে। একদিকে ভেসে গেছে খামারের মাছ। অন্যদিকে সেই মাছ পুকুর থেকে শ্রমিক দিয়ে তুলে মাটিতে পুতে ফেলতে হচ্ছে। দুভাবেই ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।
নিঝুম দ্বীপে ছোট বড় প্রায় ৫০টি মৎস্য খামার রয়েছে। এসব খামারে কেউ মাছের পোনা তৈরি করে বিক্রি করেন। কেউ পোনা চাষ করে বড় মাছ বিক্রি করে থাকেন। অস্বাভাবিক জোয়ারে সব কটি খামার ভেসে গেছে বলে জানান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন। তিনি আক্ষেপ করে বলেন, গত বুধবারের অস্বাভাবিক জোয়ারের পর থেকে আজ শনিবার পর্যন্ত সরকারি ভাবে এসব খামারিদের দেখার জন্য কেউ আসেনি। নিঝুম দ্বীপে এই মৎস্য খামারিদের সরকারি ভাবে আর্থিক সহযোগিতা না করা হলে কেউ আর ঘুরে দাঁড়াতে পারবে না।
এ ব্যাপারে হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, নিঝুম দ্বীপে মরা মাছের দুর্গন্ধ ছড়ানোর কথা আমি শুনেছি। মৎস্য অফিসের পক্ষ থেকে জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী দুই–একদিনের মধ্যে একটি তালিকা জেলা অফিসে পাঠানো হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলার হরনী, চানন্দী, তমরদ্দি, সোনাদিয়া, চরকিং, চরঈশ্বর ও নিঝুম দ্বীপসহ সাতটি ইউনিয়ন প্লাবিত হয়। এতে হাতিয়ার বেড়িবাঁধের অন্তত ১৩টি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিঝুম দ্বীপে। এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যায়।
হাতিয়া (নোয়াখালী): রাস্তার পাশের খালের মধ্যে, পরিত্যক্ত ডোবায়, বাড়ির পুকুরে, চাষিদের খামারে ভাসছে মৃত মাছ। এর মধ্যে প্রখর রোদ আর গরমে দ্রুত পচে যাচ্ছে এই মরা মাছ। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের নয়টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে এখন এই পরিস্থিতি। পচা মাছের তীব্র কটূগন্ধে অতিষ্ঠ জনজীবন।
দ্বীপটিতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারে পানি সহজেই লোকালয়ে ঢুকে পড়ে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত বুধ ও বৃহস্পতিবারের অস্বাভাবিক জোয়ারে ভেসে যায় নিঝুমদ্বীপের বহু পুকুর ও খামারের মাছ। জোয়ারের নোনা পানিতে মরে যায় মিঠা পানির সব মাছ।
আজ শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাট থেকে নামারবাজার পর্যন্ত প্রধান সড়কের দুপাশে জোয়ারের পানিতে ভেসে আসা অসংখ্য মৃত মাছ পড়ে আছে। পচতে শুরু করেছে এসব মাছ। ওই এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নাকে কাপড় চেপে চলাফেরা করছেন স্থানীয়রা।
বন্দরটিলা বাজারের উত্তর পাশে নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টের ম্যানেজার আব্দুল জলিল বলেন, সৌন্দর্য বৃদ্ধির জন্য রিসোর্টের সামনে একটি পুকুর খনন করা হয়। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরটি। জোয়ারের পানি লবণাক্ত হওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। এখন পচা মাছের দুর্গন্ধে রিসোর্টে থাকা যাচ্ছে না।
একই চিত্র নিঝুম দ্বীপের প্রতিটি গ্রামে। নিঝুম দ্বীপের ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা বাজারের পাশে চৌধুরী মৎস্য খামারটি এই দ্বীপের সবচেয়ে বড় মৎস্য খামার। আলাপ হয় এই খামারের মালিক এমরান চৌধুরীর সঙ্গে। তিনি জানান, প্রায় ১৬ একর জায়গায় তাঁর এই খামারটি তৈরি করা হয়েছে। বুধবারের অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে পুরো খামারটি। এতে তার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন পচা মাছের দুর্গন্ধ দুর করতে তাকে শ্রমিক নিয়োগ করে মৃত মাছ মাটিতে পুতে ফেলতে হচ্ছে। এই কাজে গত দুদিনে তাকে প্রায় ২০ হাজার টাকা খরচ করতে হয়েছে। একদিকে ভেসে গেছে খামারের মাছ। অন্যদিকে সেই মাছ পুকুর থেকে শ্রমিক দিয়ে তুলে মাটিতে পুতে ফেলতে হচ্ছে। দুভাবেই ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।
নিঝুম দ্বীপে ছোট বড় প্রায় ৫০টি মৎস্য খামার রয়েছে। এসব খামারে কেউ মাছের পোনা তৈরি করে বিক্রি করেন। কেউ পোনা চাষ করে বড় মাছ বিক্রি করে থাকেন। অস্বাভাবিক জোয়ারে সব কটি খামার ভেসে গেছে বলে জানান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন। তিনি আক্ষেপ করে বলেন, গত বুধবারের অস্বাভাবিক জোয়ারের পর থেকে আজ শনিবার পর্যন্ত সরকারি ভাবে এসব খামারিদের দেখার জন্য কেউ আসেনি। নিঝুম দ্বীপে এই মৎস্য খামারিদের সরকারি ভাবে আর্থিক সহযোগিতা না করা হলে কেউ আর ঘুরে দাঁড়াতে পারবে না।
এ ব্যাপারে হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, নিঝুম দ্বীপে মরা মাছের দুর্গন্ধ ছড়ানোর কথা আমি শুনেছি। মৎস্য অফিসের পক্ষ থেকে জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী দুই–একদিনের মধ্যে একটি তালিকা জেলা অফিসে পাঠানো হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলার হরনী, চানন্দী, তমরদ্দি, সোনাদিয়া, চরকিং, চরঈশ্বর ও নিঝুম দ্বীপসহ সাতটি ইউনিয়ন প্লাবিত হয়। এতে হাতিয়ার বেড়িবাঁধের অন্তত ১৩টি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিঝুম দ্বীপে। এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫