Ajker Patrika

নৈশকোচের ধাক্কায় রেল কর্মচারী নিহত 

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
নৈশকোচের ধাক্কায় রেল কর্মচারী নিহত 

নীলফামারী সৈয়দপুরে নৈশকোচের ধাক্কায় আনিছুর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের ওয়াপদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনিছুর রহমান নওগাঁর রানীনগরের পূর্ব বালুভরা গ্রামের বাছের আলীর ছেলে। তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মচারী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে আনিছুর রহমান সৈয়দপুর শহর থেকে ঢেলাপীর বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক আসা একটি নৈশকোচ তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত