নীলফামারী প্রতিনিধি
তৃতীয় ধাপের নীলফামারী সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ১৪১টি কেন্দ্র। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার এসব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে পৌঁছেছে প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এর আগে সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারভিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানা যায়, উপজেলায় ১৪১ ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্র রয়েছে সাধারণের তালিকায়। অবশিষ্ট ৬৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৯টি অতি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে অধিক নিরাপত্তাব্যবস্থা। উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৩৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৫৭৮ এবং নারী ১ লাখ ৮১ হাজার ১৫৬ জন।
এবারের নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান (আনারস), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী (ঘোড়া), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি তপন কুমার রায় (হাতুড়ি) এবং জেলা জাতীয় পার্টির নেতা তরিকুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে জ্যোতির্ময় রায় খোকন (টিয়া পাখি), হর্ষবর্ধন রায় (চশমা), আখতারুজ্জামান সম্রাট (তালা), আরিফ হোসেন (উড়োজাহাজ) এবং অনিমেষ রায় (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী (প্রজাপতি), সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী (ফুটবল), জেসমিন আক্তার সাথী (কলস) এবং মোছা. শিউলী আক্তার বানু (হাঁস) প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।
ভোটের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তৃতীয় ধাপের নীলফামারী সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ১৪১টি কেন্দ্র। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার এসব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে পৌঁছেছে প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এর আগে সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারভিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানা যায়, উপজেলায় ১৪১ ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্র রয়েছে সাধারণের তালিকায়। অবশিষ্ট ৬৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৯টি অতি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে অধিক নিরাপত্তাব্যবস্থা। উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৩৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৫৭৮ এবং নারী ১ লাখ ৮১ হাজার ১৫৬ জন।
এবারের নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৩ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান (আনারস), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী (ঘোড়া), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি তপন কুমার রায় (হাতুড়ি) এবং জেলা জাতীয় পার্টির নেতা তরিকুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে জ্যোতির্ময় রায় খোকন (টিয়া পাখি), হর্ষবর্ধন রায় (চশমা), আখতারুজ্জামান সম্রাট (তালা), আরিফ হোসেন (উড়োজাহাজ) এবং অনিমেষ রায় (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী (প্রজাপতি), সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী (ফুটবল), জেসমিন আক্তার সাথী (কলস) এবং মোছা. শিউলী আক্তার বানু (হাঁস) প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।
ভোটের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫