মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে ধুলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর, মাটিযুক্ত বালু এবং পরিমাণে কম ও নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বাবুরহাট-শুটিবাড়ি সড়কে ২৭৮ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পায় নীলফামারীর সাত্তার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪ হাজার টাকা। কাজ শেষ হয় এক মাস আগে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। আরসিসি ঢালাইয়ের সম্প্রসারণ জয়েন্টগুলো আঁকাবাঁকা ও উঁচু-নিচু।
স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে।
মনিরুল হোসেন নামের এক ট্রাকচালক বলেন, সড়কটি একপাশে ঢালু। যানবাহনের চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে।
জানতে চাইলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন ঠিকাদার শাহ মুন। এ ঘটনার জন্য তিনি চটের বস্তার ওপর দায় চাপিয়েছেন।
মুন বলেন, ঢালাইয়ের পর চটের বস্তা বিছিয়ে সড়কে পানি দিতে হয়। যান চলাচলের কারণে দু-একটা জায়গায় বস্তা সরে পানি কম পড়ায় এ সমস্যা হয়েছে। এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।
নিম্নমানের কাজের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনার যা ইচ্ছা আমার বিরুদ্ধে লেখেন।’
জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে ধুলামিশ্রিত নিম্নমানের স্থানীয় পাথর, মাটিযুক্ত বালু এবং পরিমাণে কম ও নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বাবুরহাট-শুটিবাড়ি সড়কে ২৭৮ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পায় নীলফামারীর সাত্তার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৪ হাজার টাকা। কাজ শেষ হয় এক মাস আগে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। আরসিসি ঢালাইয়ের সম্প্রসারণ জয়েন্টগুলো আঁকাবাঁকা ও উঁচু-নিচু।
স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ বলেন, সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঢালাইয়ের কাজ করায় ফাটল দেখা দিয়েছে।
মনিরুল হোসেন নামের এক ট্রাকচালক বলেন, সড়কটি একপাশে ঢালু। যানবাহনের চাকার ঘষায় পাথর উঠে যাচ্ছে।
জানতে চাইলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগটি অস্বীকার করেছেন ঠিকাদার শাহ মুন। এ ঘটনার জন্য তিনি চটের বস্তার ওপর দায় চাপিয়েছেন।
মুন বলেন, ঢালাইয়ের পর চটের বস্তা বিছিয়ে সড়কে পানি দিতে হয়। যান চলাচলের কারণে দু-একটা জায়গায় বস্তা সরে পানি কম পড়ায় এ সমস্যা হয়েছে। এটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান তিনি।
নিম্নমানের কাজের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আপনার যা ইচ্ছা আমার বিরুদ্ধে লেখেন।’
জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে