ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে