নীলফামারী প্রতিনিধি
রংপুরের সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতার পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সৈয়দপুর শহরের আদানীর মোড় এলাকায় নিহত ওয়ালিউল হাসান জুয়েলের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর মা সালমা কুলসুমের হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় জামায়াতের পক্ষে ওই টাকা প্রদান করেন নীলফামারী জেলা নায়েবে আমীর ড. মো. খায়রুল আনাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, নীলফামারী শহর শিবিরের সভাপতি ময়নুল ইসলাম, সৈয়দপুর পৌর শিবিরের সভাপতি মো. লোকমান।
উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত জুয়েলের অসহায় বিধবা মা সালমা কুলসুমকে সহযোগিতা করেছি। এটা আমাদের দলের পক্ষ থেকে মানবিক সহায়তা। অসহায় পরিবারকে এ ধরনের সহযোগিতা জামায়াতে ইসলামী বরাবরেই করে থাকে।’
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়া টুটুল আজকের পত্রিকাকে বলেন, ‘জুয়েল দীর্ঘদিন থেকে ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর পরিবারে মা ছাড়া আর কেউ নেই। দলের পক্ষ থেকে জুয়েলের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী কর্তৃক সহায়তার বিষয়টি আমি জানি না।’
এদিকে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিহত ছাত্রলীগ নেতা ওয়ালিউল হাসান জুয়েলের বড় বোন তহুরা বেগম বলেন, ‘ঘটনার দুই মাস অতিবাহিত হলেও ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আমাদের নিজের বাড়ি নাই। তাই মাকে দেখভালের জন্য বাধ্য হয়ে ঢাকায় কোম্পানির চাকরি ছেড়ে স্বামীকে নিয়ে সৈয়দপুরের এক ভাড়া বাসায় বসবাস করছি।’
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ বাজারের অদূরে ঢাকাগামী নাইট কোচের সঙ্গে দিনাজপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জনসহ মোট ১১ জন নিহত হয়। এর মধ্যে জুয়েল, সাগর ও শাহিনের বাড়ি সৈয়দপুরে। সাগর ঘটনাস্থলে এবং জুয়েল ও শাহিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুয়েল বাংলাদেশ ছাত্রলীগের সৈয়দপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
রংপুরের সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতার পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সৈয়দপুর শহরের আদানীর মোড় এলাকায় নিহত ওয়ালিউল হাসান জুয়েলের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর মা সালমা কুলসুমের হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় জামায়াতের পক্ষে ওই টাকা প্রদান করেন নীলফামারী জেলা নায়েবে আমীর ড. মো. খায়রুল আনাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, নীলফামারী শহর শিবিরের সভাপতি ময়নুল ইসলাম, সৈয়দপুর পৌর শিবিরের সভাপতি মো. লোকমান।
উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত জুয়েলের অসহায় বিধবা মা সালমা কুলসুমকে সহযোগিতা করেছি। এটা আমাদের দলের পক্ষ থেকে মানবিক সহায়তা। অসহায় পরিবারকে এ ধরনের সহযোগিতা জামায়াতে ইসলামী বরাবরেই করে থাকে।’
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়া টুটুল আজকের পত্রিকাকে বলেন, ‘জুয়েল দীর্ঘদিন থেকে ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর পরিবারে মা ছাড়া আর কেউ নেই। দলের পক্ষ থেকে জুয়েলের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী কর্তৃক সহায়তার বিষয়টি আমি জানি না।’
এদিকে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিহত ছাত্রলীগ নেতা ওয়ালিউল হাসান জুয়েলের বড় বোন তহুরা বেগম বলেন, ‘ঘটনার দুই মাস অতিবাহিত হলেও ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আমাদের নিজের বাড়ি নাই। তাই মাকে দেখভালের জন্য বাধ্য হয়ে ঢাকায় কোম্পানির চাকরি ছেড়ে স্বামীকে নিয়ে সৈয়দপুরের এক ভাড়া বাসায় বসবাস করছি।’
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ বাজারের অদূরে ঢাকাগামী নাইট কোচের সঙ্গে দিনাজপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জনসহ মোট ১১ জন নিহত হয়। এর মধ্যে জুয়েল, সাগর ও শাহিনের বাড়ি সৈয়দপুরে। সাগর ঘটনাস্থলে এবং জুয়েল ও শাহিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুয়েল বাংলাদেশ ছাত্রলীগের সৈয়দপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে