রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আর এ কাজে জড়িত ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই), অ্যাটেন্ডেন্ট, রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য ও ক্যাটারিংয়ে যুক্ত অসাধু কিছু লোক। ট্রেনের ওই রানিং স্টাফদের কারণে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব।
খোঁজ নিয়ে জানা গেছে, বিনা টিকিটের একজন যাত্রীর কাছে রুটভেদে ৭০০ থেকে ১ হাজার টাকা করে নিচ্ছে চক্রটি। এ স্টেশন চলাচলকারী বিভিন্ন ট্রেনে প্রতিদিন গড়ে বিনা টিকিটের এক থেকে দেড় হাজার যাত্রী পরিবহন করা হয়। সেই হিসাবে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা পকেটে ভরছেন অসাধু রানিং স্টাফরা।
সৈয়দপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ। সারা বছর ধরেই এখানে যাত্রীর চাপ থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশন থেকে প্রায় দুই হাজার লোকজন যাতায়াত করে। ঈদে তা বেড়ে দ্বিগুণ হয়।
সরেজমিন সৈয়দপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ১২ বগির ট্রেনে প্রতি বগিতে ৯২ জনের ধারণক্ষমতা। অথচ দ্বিগুণ যাত্রী নিয়ে সৈয়দপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর আন্তনগর এক্সপ্রেস ও চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস নামক দুটি ট্রেন। ট্রেন দুটিতে দেখা যায়, দায়িত্বরত অ্যাটেন্ডেন্ট সদস্যরা যাত্রীদের নিয়মবহির্ভূতভাবে অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দিচ্ছেন। অসাধু রেলওয়ে পুলিশের সদস্যরা টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে খাবারের বগি ও দুই বগির মাঝখানে যাত্রী পরিবহনের ব্যবস্থা করেন। ক্যাটারিং সার্ভিসের সদস্যরা টাকা নিয়ে অবৈধভাবে খাবারের বগিতে যাত্রী পরিবহন করছেন। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রিত বগির অ্যাটেন্ডেন্ট ও এসি অপারেটররা টাকার বিনিময়ে অবৈধভাবে এসি বগিতে এবং দুই বগির মাঝখানের ফাঁকা জায়গায় যাত্রী তুলছেন। কর্মরত টিটিইদের ট্রেনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। অধিকাংশ ক্ষেত্রে তাঁরা যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে টিকিট চেক করছেন না। ট্রেনে দায়িত্ব পালনরত অনেকেরই নেমট্যাগ নেই।
বিনা টিকিটে ট্রেনে ওঠেন মিজানুর রহমান। গন্তব্য ঢাকা। তিনি বলেন, ‘আমার এক আত্মীয় অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে ট্রেনযোগে যাত্রা। অনেক চেষ্টা করেও টিকিট না পাওয়ায় বিনা টিকিটে ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই একজন রেলওয়ে পুলিশ সদস্য টিকিট দেখতে চান। টিকিট নেই জানালে ১০০০ টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলে মোটা অঙ্কের টাকা জরিমানা ও জেলের ভয় দেখায়। পরে আত্মসম্মানের ভয়ে ১০০০ টাকা দিতে বাধ্য হই। যদিও ভাড়া ৬০০ টাকা।’
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, এ স্টেশনে চলাচলকারী বিভিন্ন ট্রেনে প্রতিদিন গড়ে বিনা টিকিটের এক থেকে দেড় হাজার যাত্রী পরিবহন করা হয়। সেই হিসেবে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা পকেটে ভরেন অসাধু রানিং স্টাফরা।
চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক বিশ্বজিৎ রায় বলেন, ট্রেনে যাত্রীদের টিকিট দেখেন সাধারণত টিটিই। বিনা টিকিটে যদি কেউ ট্রেনে ওঠে, তবে অবশ্যই রেলওয়ের নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে টিটিই তাকে ট্রেনের ভেতরেই টিকিট করে দেবেন। কেউ যদি যাত্রীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে ভ্রমণের সুযোগ করে দেয়, তবে সেটি অপরাধ হবে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, ‘ট্রেনের ভেতরে কী হয় না হয়, সেটা আমার দেখার বিষয় না। কেউ যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে কী করার আছে বলেন?’
নীলফামারীর সৈয়দপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আর এ কাজে জড়িত ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই), অ্যাটেন্ডেন্ট, রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্য ও ক্যাটারিংয়ে যুক্ত অসাধু কিছু লোক। ট্রেনের ওই রানিং স্টাফদের কারণে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব।
খোঁজ নিয়ে জানা গেছে, বিনা টিকিটের একজন যাত্রীর কাছে রুটভেদে ৭০০ থেকে ১ হাজার টাকা করে নিচ্ছে চক্রটি। এ স্টেশন চলাচলকারী বিভিন্ন ট্রেনে প্রতিদিন গড়ে বিনা টিকিটের এক থেকে দেড় হাজার যাত্রী পরিবহন করা হয়। সেই হিসাবে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা পকেটে ভরছেন অসাধু রানিং স্টাফরা।
সৈয়দপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ। সারা বছর ধরেই এখানে যাত্রীর চাপ থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরা এই রুটে যাতায়াত করে। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশন থেকে প্রায় দুই হাজার লোকজন যাতায়াত করে। ঈদে তা বেড়ে দ্বিগুণ হয়।
সরেজমিন সৈয়দপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ১২ বগির ট্রেনে প্রতি বগিতে ৯২ জনের ধারণক্ষমতা। অথচ দ্বিগুণ যাত্রী নিয়ে সৈয়দপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর আন্তনগর এক্সপ্রেস ও চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস নামক দুটি ট্রেন। ট্রেন দুটিতে দেখা যায়, দায়িত্বরত অ্যাটেন্ডেন্ট সদস্যরা যাত্রীদের নিয়মবহির্ভূতভাবে অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দিচ্ছেন। অসাধু রেলওয়ে পুলিশের সদস্যরা টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে খাবারের বগি ও দুই বগির মাঝখানে যাত্রী পরিবহনের ব্যবস্থা করেন। ক্যাটারিং সার্ভিসের সদস্যরা টাকা নিয়ে অবৈধভাবে খাবারের বগিতে যাত্রী পরিবহন করছেন। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রিত বগির অ্যাটেন্ডেন্ট ও এসি অপারেটররা টাকার বিনিময়ে অবৈধভাবে এসি বগিতে এবং দুই বগির মাঝখানের ফাঁকা জায়গায় যাত্রী তুলছেন। কর্মরত টিটিইদের ট্রেনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। অধিকাংশ ক্ষেত্রে তাঁরা যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে টিকিট চেক করছেন না। ট্রেনে দায়িত্ব পালনরত অনেকেরই নেমট্যাগ নেই।
বিনা টিকিটে ট্রেনে ওঠেন মিজানুর রহমান। গন্তব্য ঢাকা। তিনি বলেন, ‘আমার এক আত্মীয় অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে ট্রেনযোগে যাত্রা। অনেক চেষ্টা করেও টিকিট না পাওয়ায় বিনা টিকিটে ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই একজন রেলওয়ে পুলিশ সদস্য টিকিট দেখতে চান। টিকিট নেই জানালে ১০০০ টাকা দাবি করেন। প্রথমে দিতে না চাইলে মোটা অঙ্কের টাকা জরিমানা ও জেলের ভয় দেখায়। পরে আত্মসম্মানের ভয়ে ১০০০ টাকা দিতে বাধ্য হই। যদিও ভাড়া ৬০০ টাকা।’
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, এ স্টেশনে চলাচলকারী বিভিন্ন ট্রেনে প্রতিদিন গড়ে বিনা টিকিটের এক থেকে দেড় হাজার যাত্রী পরিবহন করা হয়। সেই হিসেবে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা পকেটে ভরেন অসাধু রানিং স্টাফরা।
চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের পরিচালক বিশ্বজিৎ রায় বলেন, ট্রেনে যাত্রীদের টিকিট দেখেন সাধারণত টিটিই। বিনা টিকিটে যদি কেউ ট্রেনে ওঠে, তবে অবশ্যই রেলওয়ের নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে টিটিই তাকে ট্রেনের ভেতরেই টিকিট করে দেবেন। কেউ যদি যাত্রীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে ভ্রমণের সুযোগ করে দেয়, তবে সেটি অপরাধ হবে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, ‘ট্রেনের ভেতরে কী হয় না হয়, সেটা আমার দেখার বিষয় না। কেউ যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে কী করার আছে বলেন?’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে