ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
তিস্তা নদীর শাখা মুখের ওপর নির্মিত একটি সেতুর মাঝ বরাবর ভেঙে চার অংশে বিভক্ত হয়েছে। সেতুটি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের খগারচর এলাকায় অবস্থিত। সেতুর দুপাশ দেবে মাঝ বরাবর আঁকাবাঁকা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিকল্প ব্যবস্থা না থাকায় ১৫ থেকে ১৮টি গ্রামের মানুষ সেতুর দুই প্রান্তে বাঁশের চাঁটাই দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ছাড়া চলছে সিএনজিচালিত অটোরিকশাও। এতে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ২০১৫-১৬ অর্থবছরে পল্লীশ্রী ও পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে ১০ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণত্রুটির কারণে বছর না পেরোতেই নড়বড়ে হয়ে পড়ে সেতুটি। এরপরও সংস্কার করা হয়নি। ভারী বৃষ্টি ও তিস্তার স্রোতে সেতুর মাঝের একটি পিলার দেবে যায়। এতে ধসে না পড়লেও মাঝ বরাবর ভেঙে যায় সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন পূর্ব ছাতনাই ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রায় ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৫০ ফুট দীর্ঘ ও ৫ ফুট চওড়া সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। ভাঙা সেতু দিয়ে চলছে ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা। তবে ঝুঁকি থাকায় বেশির ভাগ লোকজন হেঁটেই পার হচ্ছে।
ঝড়সিংহেশ্বর এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৪৫) বলেন, ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের ১০ থেকে ১২ হাজার মানুষের একমাত্র যোগাযোগের সেতু এটি। এটি ভেঙে পড়ায় শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ভাঙা সেতু দিয়েই যাতায়াত করছে। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।
একই এলাকার ভ্যান চালক আব্দুল কুদ্দুস (৫৫) বলেন, সেতু ভেঙে গেলেও করার কিছু নেই। বাধ্য হয়েই ভাঙা সেতু দিয়ে পারাপার করতে হয় ভ্যান গাড়ি।
স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা জানায়, ভাঙা সেতু পার হয়েই তাঁরা স্কুলে যায়। তবে সেতু পার হতে ভয় লাগে। বৃষ্টি হলে হেঁটে পার হওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন তাদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাসিক সমন্বয় মিটিংয়ে সেতুর বিষয়ে জানানো হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছে।
উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য দুর্যোগ মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছি। আশা করি আগামী অর্থবছরে সেতুটি নির্মাণ করা হবে।’
তিস্তা নদীর শাখা মুখের ওপর নির্মিত একটি সেতুর মাঝ বরাবর ভেঙে চার অংশে বিভক্ত হয়েছে। সেতুটি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের খগারচর এলাকায় অবস্থিত। সেতুর দুপাশ দেবে মাঝ বরাবর আঁকাবাঁকা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিকল্প ব্যবস্থা না থাকায় ১৫ থেকে ১৮টি গ্রামের মানুষ সেতুর দুই প্রান্তে বাঁশের চাঁটাই দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ছাড়া চলছে সিএনজিচালিত অটোরিকশাও। এতে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ২০১৫-১৬ অর্থবছরে পল্লীশ্রী ও পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে ১০ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণত্রুটির কারণে বছর না পেরোতেই নড়বড়ে হয়ে পড়ে সেতুটি। এরপরও সংস্কার করা হয়নি। ভারী বৃষ্টি ও তিস্তার স্রোতে সেতুর মাঝের একটি পিলার দেবে যায়। এতে ধসে না পড়লেও মাঝ বরাবর ভেঙে যায় সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন পূর্ব ছাতনাই ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রায় ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৫০ ফুট দীর্ঘ ও ৫ ফুট চওড়া সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। ভাঙা সেতু দিয়ে চলছে ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা। তবে ঝুঁকি থাকায় বেশির ভাগ লোকজন হেঁটেই পার হচ্ছে।
ঝড়সিংহেশ্বর এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৪৫) বলেন, ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের ১০ থেকে ১২ হাজার মানুষের একমাত্র যোগাযোগের সেতু এটি। এটি ভেঙে পড়ায় শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ভাঙা সেতু দিয়েই যাতায়াত করছে। এতে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।
একই এলাকার ভ্যান চালক আব্দুল কুদ্দুস (৫৫) বলেন, সেতু ভেঙে গেলেও করার কিছু নেই। বাধ্য হয়েই ভাঙা সেতু দিয়ে পারাপার করতে হয় ভ্যান গাড়ি।
স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা জানায়, ভাঙা সেতু পার হয়েই তাঁরা স্কুলে যায়। তবে সেতু পার হতে ভয় লাগে। বৃষ্টি হলে হেঁটে পার হওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন তাদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাসিক সমন্বয় মিটিংয়ে সেতুর বিষয়ে জানানো হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছে।
উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য দুর্যোগ মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছি। আশা করি আগামী অর্থবছরে সেতুটি নির্মাণ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫