Ajker Patrika

মব ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না: জাপা মহাসচিব

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 
সৈয়দপুর বিমানবন্দরে নবনিযুক্ত জাপা মহাসচিব। ছবি: আজকের পত্রিকা
সৈয়দপুর বিমানবন্দরে নবনিযুক্ত জাপা মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মব সৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।

আজ রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর হয়ে রংপুর যাচ্ছিলেন তিনি।  

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর তাঁদের ফুলেল সংবর্ধনা জানান জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়া পূর্ণাঙ্গ বলা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।’

জাপা মহাসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারেননি। এ জন্য সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় শামীম হায়দার বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখনো সময় হয়নি সে কথা বলার। আমরা পার্টির প্রেসিডিয়াম সভায় আলোচনা করেই নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা না-থাকার ওপর নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত