নীলফামারী প্রতিনিধি
রোববার রাত তখন ৯টা। বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজে গ্রামের পুরুষেরা। নামাজের সেজদায় বাড়ির কর্তা নজরুল ইসলামসহ তাঁর পাঁচ ছেলে। ঠিক এ সময় আগুন লাগার চিৎকার তাঁদের কানে ভেসে আসে। নামাজ শেষে ছুটে এসে দেখতে পায় পুরো বাড়ির নয়টি ঘর আগুনে পুড়ছে।
নিজের বাছুরসহ বিদেশি জাতের গাভিটি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে চায় গৃহবধূ বাবলী। প্রতিবেশীরা বারবার আটকানোর চেষ্টা করে যেন ব্যর্থ হচ্ছে। এক সময় মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে চোখের সামনে দুধের গাভি ও বাছুর পুড়তে দেখে।
ঘটনাটি ঘটে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের ভুল্লীপাড়ায়। ওই পাড়ায় পাঁচ ছেলে নিয়ে যৌথভাবে বসবাস করে বর্গাচাষি নজরুল ইসলাম। বাড়ির ভেতরে একটি ঘরে ১২টি কোয়ালিটি সেলাইমেশিন নিয়ে ক্ষুদ্র গার্মেন্টস গড়ে তুলেছে বড় ছেলে আনোয়ার হোসেন। পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
আজ সোমবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীরা আগুনে পুড়ে যাওয়া চারটি গরু ও পাঁচটি ছাগল সরানোর কাজ করছে। এ সময় খায়রুল ইসলামের স্ত্রী বাবলী আকতার কান্নায় ভেঙে পড়ছে। অনেকে সান্ত্বনা দিয়েও তাঁর কান্না থামাতে পারছে না।
বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ঘরের আলমারিতে রাখা নগদ ৫০ হাজার টাকা পুড়ে গেছে। আমার এতেও দুঃখ নেই, কিন্তু অবলা পশুগুলো চোখের সামনে পুড়ে মরল, বাঁচাতে পারলাম না।’
এদিকে পুড়ে যাওয়া বইয়ের পাশে বসে কাঁদছে শাহিনুর ইসলাম। সে স্থানীয় বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শাহিনুর জানায়, পোড়া বইয়ের মাঝে তার বড় ভাই হাফিজুল ইসলামের পুড়ে যাওয়া সনদপত্র খুঁজছে। হাফিজুল নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র।
এ সময় ঘটনাস্থলে কথা হয় বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে জানান, আগুনে পুরো পরিবারটি নিঃস্ব হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পার্শ্ববতী মোহাম্মদীয়া শাহ্ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি ব্যক্তি উদ্যোগে পরিবারটির পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।
রোববার রাত তখন ৯টা। বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজে গ্রামের পুরুষেরা। নামাজের সেজদায় বাড়ির কর্তা নজরুল ইসলামসহ তাঁর পাঁচ ছেলে। ঠিক এ সময় আগুন লাগার চিৎকার তাঁদের কানে ভেসে আসে। নামাজ শেষে ছুটে এসে দেখতে পায় পুরো বাড়ির নয়টি ঘর আগুনে পুড়ছে।
নিজের বাছুরসহ বিদেশি জাতের গাভিটি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে চায় গৃহবধূ বাবলী। প্রতিবেশীরা বারবার আটকানোর চেষ্টা করে যেন ব্যর্থ হচ্ছে। এক সময় মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে চোখের সামনে দুধের গাভি ও বাছুর পুড়তে দেখে।
ঘটনাটি ঘটে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের ভুল্লীপাড়ায়। ওই পাড়ায় পাঁচ ছেলে নিয়ে যৌথভাবে বসবাস করে বর্গাচাষি নজরুল ইসলাম। বাড়ির ভেতরে একটি ঘরে ১২টি কোয়ালিটি সেলাইমেশিন নিয়ে ক্ষুদ্র গার্মেন্টস গড়ে তুলেছে বড় ছেলে আনোয়ার হোসেন। পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
আজ সোমবার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীরা আগুনে পুড়ে যাওয়া চারটি গরু ও পাঁচটি ছাগল সরানোর কাজ করছে। এ সময় খায়রুল ইসলামের স্ত্রী বাবলী আকতার কান্নায় ভেঙে পড়ছে। অনেকে সান্ত্বনা দিয়েও তাঁর কান্না থামাতে পারছে না।
বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ঘরের আলমারিতে রাখা নগদ ৫০ হাজার টাকা পুড়ে গেছে। আমার এতেও দুঃখ নেই, কিন্তু অবলা পশুগুলো চোখের সামনে পুড়ে মরল, বাঁচাতে পারলাম না।’
এদিকে পুড়ে যাওয়া বইয়ের পাশে বসে কাঁদছে শাহিনুর ইসলাম। সে স্থানীয় বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শাহিনুর জানায়, পোড়া বইয়ের মাঝে তার বড় ভাই হাফিজুল ইসলামের পুড়ে যাওয়া সনদপত্র খুঁজছে। হাফিজুল নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র।
এ সময় ঘটনাস্থলে কথা হয় বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে জানান, আগুনে পুরো পরিবারটি নিঃস্ব হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পার্শ্ববতী মোহাম্মদীয়া শাহ্ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি ব্যক্তি উদ্যোগে পরিবারটির পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে