নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু পালিয়ে গিয়েও খুনি হাসিনা এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র শুরু করেছেন। আবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। আমাদের দায়িত্ব হচ্ছে, রাজপথে থেকে সেটা প্রতিহত করা।’
আজ বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে সাংগঠনিক জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে।’
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত, সবাইকে গ্রেপ্তার করা হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’
এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ কর্মিসভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শওকত চৌধুরী প্রমুখ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু পালিয়ে গিয়েও খুনি হাসিনা এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র শুরু করেছেন। আবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। আমাদের দায়িত্ব হচ্ছে, রাজপথে থেকে সেটা প্রতিহত করা।’
আজ বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে সাংগঠনিক জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে এ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে শাস্তি দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে।’
নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত, সবাইকে গ্রেপ্তার করা হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’
এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ কর্মিসভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা শওকত হায়াৎ শাহ, শওকত চৌধুরী প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে