সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫