Ajker Patrika

কোয়ার্টার দখলের চেষ্টায় মামলার অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
কোয়ার্টার দখলের চেষ্টায় মামলার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে রেলের সরকারি কোয়ার্টার দখলের জন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই মামলায় আলমগীর হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে আলমগীরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। 

আজ রোববার দুপুরে শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকায় আলমগীরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীরের বাবা দবির উদ্দিন বলেন, প্রায় এক যুগ ধরে রেলওয়ের এই কোয়ার্টারে বসবাস করছি। দীর্ঘদিন থেকে প্রতিবেশী এজিএম সুজা উদদৌলা উচ্ছেদ করে আমার বাসাটি দখলের চেষ্টা করছেন। অন্য উপায়ে ব্যর্থ হয়ে তিনি তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন। গত ২৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় আমার পরিবারের তিন সদস্যের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। এ মামলায় পুলিশ আমার ছেলে আলমগীরকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। 

দবির আরও বলেন, আমার ছেলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুক্তিভিত্তিক কাজ করে। তাঁর আয়ে পুরো সংসার চলে। ছেলে জেলহাজতে থাকায় আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেনের মা জাহানারা বেগম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা অবিলম্বে ভিত্তিহীন মামলাটি প্রত্যাহার ও আটক আলমগীরের মুক্তি দাবি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত