সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।
অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।
নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।
অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে