ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে