Ajker Patrika

মাছ নিধনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
মাছ নিধনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাছ নিধনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে বাবলু তালুকদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বাবলু উপজেলার পুটিউগা গ্রামের মজিবর তালুকদারের ছেলে। পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রে তার একটি মাছের আড়ৎ রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বাবলুর চাচা আতাউর তালুকদার।

এর আগে রাত ৮টার দিকে পৌরশহরের নিজ বাসায় বিষাক্ত ট্যাবলেট খায় বাবলু। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ডাক্তার তাকে ময়মনসিংহ পাঠায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অলক কান্তি তালুকদার জানান, ওয়াশ করার সময় তার পেটে ৪টি বিষাক্ত ট্যাবলেট পাওয়া গেছে। অবস্থা জটিল হওয়ায় ময়মনসিংহে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত