Ajker Patrika

নেত্রকোনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, নেত্রকোনা 
নেত্রকোনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা শহরের জয়নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (১৮)। তিনি শহরের কাটলি এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রি কাজ করতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জহিরুল শহরের জয়নগর এলাকায় রিয়াজুলের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুরে ভবনের দুইতলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত