নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে