Ajker Patrika

নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬: ০০
নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু আহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তাঁর স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাঁদের মেয়ে পিংকি আক্তার (২২)। আহত তাসিয়া পিংকি আক্তারের মেয়ে।

নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে আইবুল মিয়া তাঁর বাড়িতে নবনির্মিত একটি আধা পাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটারের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা পৌনে ২টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। বিষয়টি দেখে তাঁর স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাঁকে ছাড়াতে গেলে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলা পৌনে ৩টার দিকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হচ্ছি।’ 

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত