নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় শিশু হত্যা ও দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা পৌরশহরের চকপাড়া এলাকার মো. কাইয়ুম ওরফে কিংকন (৪৫), মঈনপুর এলাকার ইয়াসমিন আক্তার (৩৫) ও সদরের দেওপুর গ্রামের (মুক্তির বাজার) পলাশ সরকার (৪৩)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার ডুমুরিয়াকোনা গ্রামের সুমন মল্লিকের গোয়াল থেকে গুরু চুরি করে ধরা পড়েন পলাশ সরকার। পরে স্থানীয় বিচারে অপমানিত হয় পলাশ সরকার। এর প্রতিশোধ নিতে ২০১৩ সালের ২৫ আগস্ট সুমন মল্লিকের ছেলে বিশাল মল্লিককে (৬) হত্যা করে পলাশ সরকার ও স্থানীয় ডুমুরিয়াকোনা গ্রামের দুজন।
২৬ আগস্ট আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর আদালতে পাঠানো হয়।
অপরদিকে জেলায় প্রথম মাদকের চালান আমদানিকারক হিসেবে পরিচিত পাওয়া কাইয়ুম ওরফে কিংকনকে ২৩০ গ্রাম হেরোইনসহ ২০১৮ সালে ২৪ জুন গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে একই বছরের ২১ আগস্ট আদালতে কিংকনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
২০১৮ সালের ২৭ মে ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমিন আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াসমিন ও তাঁর স্বামী মাদকের কারবারি। এ মামলায় একই বছরের ২ আগস্ট ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী বলেন, হাওরাঞ্চলের এই নিভৃত জনপদে বিচারহীনতার সংস্কৃতি থেকে মানুষ দ্রুত মুক্তি পাচ্ছে।
নেত্রকোনায় শিশু হত্যা ও দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা পৌরশহরের চকপাড়া এলাকার মো. কাইয়ুম ওরফে কিংকন (৪৫), মঈনপুর এলাকার ইয়াসমিন আক্তার (৩৫) ও সদরের দেওপুর গ্রামের (মুক্তির বাজার) পলাশ সরকার (৪৩)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার ডুমুরিয়াকোনা গ্রামের সুমন মল্লিকের গোয়াল থেকে গুরু চুরি করে ধরা পড়েন পলাশ সরকার। পরে স্থানীয় বিচারে অপমানিত হয় পলাশ সরকার। এর প্রতিশোধ নিতে ২০১৩ সালের ২৫ আগস্ট সুমন মল্লিকের ছেলে বিশাল মল্লিককে (৬) হত্যা করে পলাশ সরকার ও স্থানীয় ডুমুরিয়াকোনা গ্রামের দুজন।
২৬ আগস্ট আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর আদালতে পাঠানো হয়।
অপরদিকে জেলায় প্রথম মাদকের চালান আমদানিকারক হিসেবে পরিচিত পাওয়া কাইয়ুম ওরফে কিংকনকে ২৩০ গ্রাম হেরোইনসহ ২০১৮ সালে ২৪ জুন গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে একই বছরের ২১ আগস্ট আদালতে কিংকনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
২০১৮ সালের ২৭ মে ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমিন আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াসমিন ও তাঁর স্বামী মাদকের কারবারি। এ মামলায় একই বছরের ২ আগস্ট ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) কমলেশ কুমার চৌধুরী বলেন, হাওরাঞ্চলের এই নিভৃত জনপদে বিচারহীনতার সংস্কৃতি থেকে মানুষ দ্রুত মুক্তি পাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে