Ajker Patrika

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ১২
নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের বাঘড়া এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো সুনামগঞ্জ উপজেলার মধ্যনগর উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২২), রণির চাচাতো ভাই ও শফিকুল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া (১৬) এবং পিকআপের চালক নেত্রকোনার বারহাট্টা চন্দ্রপুর গ্রামের আবুচাঁন মিয়া (২৮)। এ ঘটনায় আহতরা হলো সবুজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (১৬) ও জনি মিয়া (১৪)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান গাজীপুরের কোনাবাড়ীর উদ্দেশে রওনা দেয়। রাত ৩টার দিকে পিকআপ ভ্যানের চাকা লিকেজ হয়ে গেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রনি মিয়া ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়া মারা যান। স্থানীয়রা আহত আরও দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক আবুচাঁন মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে। পিকআপচালকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত