Ajker Patrika

নেত্রকোনায় সাবেক ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২০: ৩৭
নেত্রকোনায় সাবেক ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা পৌর ছাত্রদলের কর্মী মো. আমজাদ হোসেনকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার নিহতের বড় ভাই মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।

নেত্রকোনা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান আলী, উপপরিদর্শক (এসআই) মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ মামলা করা হয়।

আজ দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট সাইফুর রহমান, মামলার বাদী মো. দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা পৌরসভার হোসেনপুর গ্রামের আলী হোসেনের ছেলে আমজাদ হোসেন। ২০১৮ সালে ২১ মে গভীর রাতে তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায় নেত্রকোনা মডেল থানা-পুলিশ। ওই দিন রাতে তাঁকে সদর উপজেলার বড়ওয়ারী বিলে নিয়ে গুলি করে হত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত