Ajker Patrika

নেত্রকোনায় ময়লার ভাগাড়ে যুবকের গলা কাটা লাশ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ময়লার ভাগাড়ে যুবকের গলা কাটা লাশ

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকার বালুখালি ময়লার ভাগাড় থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। 

ওই যুবকের নাম মো. সাফায়েত উল্লাহ (৩০)। তিনি বালুখালি এলাকার মো. ওমর ফারুকের ছেলে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর ফেলে গেছে। 

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জানান, সাফায়েত উল্লাহ প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। গতকাল শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেননি। সকালে ময়লার ভাগাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভোরের দিকে সাফায়েতকে হত্যার পর লাশ ফেলে রাখে। লাশের গলায় থেতলানো অবস্থায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে গলায় আঘাত করেছে দুর্বৃত্তরা। তদন্ত শুরু হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে সাফায়েতের বাবা, মাসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে হত্যার রহস্য উন্মোচনে ছায়া তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, শহরের ভেতরে এ ধরণের ক্লু লেস হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি। ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। দ্রুত এই হত্যার রহস্য বের করতে পিবিআই কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত