নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ঘরের খাটের ওপর থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সুরতহাল রিপোর্টে বলা রয়েছে, নিহতদের শরীরে একাধিক স্থানে আগুনে পোড়া ও কালো দাগের চিহ্ন রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে শ্বশুরবাড়ির লোকজন বিদ্যুৎস্পৃষ্টের কথা বলছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপালী আক্তার (২৭) ও তাঁর মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। তারা উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে।
নিহত রূপালীর বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, রূপালী ও মোস্তাকিনের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। সম্প্রতি মোস্তাকিন গ্রামে জমি কিনে তা থেকে একাংশ ছোট ভাইকে দেওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। ১৫ দিন আগে মোস্তাকিন রূপালীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে রূপালী আবার শ্বশুরবাড়ি ফিরে যান।
আজ সকালে রূপালীর শাশুড়ি আমেনা খাতুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে গিয়ে দেখেন, রূপালী ও তাঁর মেয়ে খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁদের পাশে ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া জীবিত ছিল।
রূপালীর স্বামী মোস্তাকিন বিদ্যুৎস্পৃষ্টের দাবি করলেও রূপালীর শরীরে পিটানোর চিহ্ন রয়েছে বলে তাঁর বাবার অভিযোগ।
রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, তার পুত্রবধু প্রতিদিনের মতো তার ৭ বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা বাজলেও রূপালী বা নাতিরা ঘুম থেকে উঠছেনা কেন, এই ভেবে তিনি তাদের ডাকতে গিয়ে দেখেন ঘরে খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই পায়ের গোরালির ওপরে ও দুই হাতের কব্জির ওপরে কালো দাগ রয়েছে। তাঁর মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে।’ সিআইডি ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনার পূর্বধলায় ঘরের খাটের ওপর থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সুরতহাল রিপোর্টে বলা রয়েছে, নিহতদের শরীরে একাধিক স্থানে আগুনে পোড়া ও কালো দাগের চিহ্ন রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে শ্বশুরবাড়ির লোকজন বিদ্যুৎস্পৃষ্টের কথা বলছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপালী আক্তার (২৭) ও তাঁর মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। তারা উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে।
নিহত রূপালীর বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, রূপালী ও মোস্তাকিনের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। সম্প্রতি মোস্তাকিন গ্রামে জমি কিনে তা থেকে একাংশ ছোট ভাইকে দেওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। ১৫ দিন আগে মোস্তাকিন রূপালীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে রূপালী আবার শ্বশুরবাড়ি ফিরে যান।
আজ সকালে রূপালীর শাশুড়ি আমেনা খাতুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে গিয়ে দেখেন, রূপালী ও তাঁর মেয়ে খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁদের পাশে ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া জীবিত ছিল।
রূপালীর স্বামী মোস্তাকিন বিদ্যুৎস্পৃষ্টের দাবি করলেও রূপালীর শরীরে পিটানোর চিহ্ন রয়েছে বলে তাঁর বাবার অভিযোগ।
রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, তার পুত্রবধু প্রতিদিনের মতো তার ৭ বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা বাজলেও রূপালী বা নাতিরা ঘুম থেকে উঠছেনা কেন, এই ভেবে তিনি তাদের ডাকতে গিয়ে দেখেন ঘরে খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই পায়ের গোরালির ওপরে ও দুই হাতের কব্জির ওপরে কালো দাগ রয়েছে। তাঁর মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে।’ সিআইডি ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫