নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি আয়োজিত মানববন্ধনে হামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে পরিবহনশ্রমিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিসহ পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
আহত সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া, মিন্টু মিয়া, ট্রাক পরিবহন শ্রমিক আজগর আলী, নির্মাণশ্রমিক সুজন মিয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
এদিকে ৪ জানুয়ারি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক চিঠিতে অসাংগঠনিক ও সংগঠনবিরোধী কাজের অংশ হিসেবে স্থানীয় পরিবহন খাতে চাঁদাবাজি, দখল, হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের পরিবহন খাত চাঁদাবাজ মুক্ত হয়। কিন্তু কিছুদিন না যেতেই শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি শুরু করেন। তাতে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। তাঁর এই চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকেরা আজ জেলা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শুরু করার সময় তারিফুর রহমান রিপনের লোকজন আমাদের ব্যানার ছিনিয়ে নেয়। তাদের হামলায় আমাদের লোকজন আহত হয়। আমরা রিপনের চাঁদাবাজি বন্ধ চাই এবং এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’
উভয় পক্ষে মারামারিতে আহত জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিক বলেন, ‘আমি ১৯ বছর ধরে দেখিনি, যারা আজ প্রোগ্রাম করতে এসেছে, তারা বিএনপির কোনো প্রোগ্রাম করেছে। আওয়ামী লীগের লোকজন নিয়ে আজ তারা আক্রমণ করে আমাকে মেরেছে। বিগত দিনে তারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে সুযোগ-সুবিধা ভোগ করেছে। আমাদের স্ট্যান্ড থেকে বের করে দিয়েছিল। আমাদের দাবি, বিগত দুর্দিনে তারিফুর রহমান রিপনকে নিয়ে আমরা চলেছি। যারা মাঠে ছিল, তারাই এখন থাকবে। নতুন করে কেউ যাতে না আসতে পারে, সেটাই আমাদের দাবি।’
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, সকালে একদল শ্রমিক অপর গ্রুপের শ্রমিকনেতার বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি আয়োজিত মানববন্ধনে হামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে পরিবহনশ্রমিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিসহ পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
আহত সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া, মিন্টু মিয়া, ট্রাক পরিবহন শ্রমিক আজগর আলী, নির্মাণশ্রমিক সুজন মিয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
এদিকে ৪ জানুয়ারি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক চিঠিতে অসাংগঠনিক ও সংগঠনবিরোধী কাজের অংশ হিসেবে স্থানীয় পরিবহন খাতে চাঁদাবাজি, দখল, হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারিফুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নান্টু মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের পরিবহন খাত চাঁদাবাজ মুক্ত হয়। কিন্তু কিছুদিন না যেতেই শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন স্থানীয় পরিবহন খাতের অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি শুরু করেন। তাতে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। তাঁর এই চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকেরা আজ জেলা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন শুরু করার সময় তারিফুর রহমান রিপনের লোকজন আমাদের ব্যানার ছিনিয়ে নেয়। তাদের হামলায় আমাদের লোকজন আহত হয়। আমরা রিপনের চাঁদাবাজি বন্ধ চাই এবং এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’
উভয় পক্ষে মারামারিতে আহত জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিক বলেন, ‘আমি ১৯ বছর ধরে দেখিনি, যারা আজ প্রোগ্রাম করতে এসেছে, তারা বিএনপির কোনো প্রোগ্রাম করেছে। আওয়ামী লীগের লোকজন নিয়ে আজ তারা আক্রমণ করে আমাকে মেরেছে। বিগত দিনে তারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে সুযোগ-সুবিধা ভোগ করেছে। আমাদের স্ট্যান্ড থেকে বের করে দিয়েছিল। আমাদের দাবি, বিগত দুর্দিনে তারিফুর রহমান রিপনকে নিয়ে আমরা চলেছি। যারা মাঠে ছিল, তারাই এখন থাকবে। নতুন করে কেউ যাতে না আসতে পারে, সেটাই আমাদের দাবি।’
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, সকালে একদল শ্রমিক অপর গ্রুপের শ্রমিকনেতার বিরুদ্ধে মানববন্ধন করতে চাইলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে