মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। পড়ে শেখার চেয়ে করে শেখার প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, এটি বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন। তিনি চেয়েছিলেন আমাদের দেশের শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা অর্জন করবে। তাই তিনি দেশের দায়িত্ব নেওয়ার পরপরই কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর জোর দিয়েছিলেন। একই সঙ্গে তিনি চেয়েছিলেন মানবিক মানুষ হবে আমাদের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে সন্ধ্যায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে একই প্রতিষ্ঠানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উন্মোচন করেন। এ সময় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাঁচতলা একটি ছাত্রাবাস, পাঁচতলা একটি ছাত্রীনিবাস, পাঁচতলা একটি মাল্টিপারপাস ভবন ও একটি পাঁচতলা শিক্ষক ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি শিক্ষাবান্ধব দল। এটির প্রতিষ্ঠাকালীন ইশতেহারে বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, উচ্চশিক্ষা অর্জনে জোর দেওয়া, সেখানে উচ্চশিক্ষা হবে মুক্ত বুদ্ধি চর্চার পিঠস্থান। সেখানে আরও বলা ছিল, দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনে বাধা হয়ে না দাঁড়ায়। বঙ্গবন্ধু শিক্ষা সম্পর্কে সব সময় এ কথাগুলোই বলেছেন।
ডা. দীপু মনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসটা ঠিক বানরের তৈলাক্ত বাঁশে ওঠানামার মতো হয়েছে। বঙ্গবন্ধু প্রথমে আমাদের ওপরে উঠিয়েছেন। তাঁকে হত্যার পর আবার নিচে নামানো হয়েছে। অনেক বছর পর বঙ্গবন্ধুর কন্যা আমাদের ফের ওপরে তুলেছেন। ফের চারদলীয় জোট ক্ষমতায় এসে আবার আমাদের নিচে নামিয়ে দিয়েছে। ভাগ্য ভালো, পরেরবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে একাধারে ১৩ বছর ধরে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ১৩ বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতি। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।
বিএনপির প্রতি ইঙ্গিত করে দীপু মনি বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনার ভোট কাকে দেবেন তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা ’৭৫-এর খুনি, খুন-ধর্ষণের রাজত্ব কায়েমকারী, অগ্নিসংযোগকারী, যুদ্ধাপরাধী, নারীবিদ্বেষী, এতিমের অর্থ আত্মসাৎকারী; আপনার ভাগ্য নির্ধারণের দায়িত্ব কি তাদের হাতে দেবেন? নাকি যারা আপনার, আপনার সন্তানের ও আপনার পরবর্তী প্রজন্মের ভাগ্যোন্নয়নের জন্য, এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে তাদের হাতে দেবেন? সিদ্ধান্ত আপনার। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন।
শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, সংরক্ষিত নারী সাংসদ হাবিবুর রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল্লাহ খান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা-উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করেন রাজনীতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। পড়ে শেখার চেয়ে করে শেখার প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, এটি বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন। তিনি চেয়েছিলেন আমাদের দেশের শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা অর্জন করবে। তাই তিনি দেশের দায়িত্ব নেওয়ার পরপরই কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর জোর দিয়েছিলেন। একই সঙ্গে তিনি চেয়েছিলেন মানবিক মানুষ হবে আমাদের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে সন্ধ্যায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে একই প্রতিষ্ঠানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উন্মোচন করেন। এ সময় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাঁচতলা একটি ছাত্রাবাস, পাঁচতলা একটি ছাত্রীনিবাস, পাঁচতলা একটি মাল্টিপারপাস ভবন ও একটি পাঁচতলা শিক্ষক ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি শিক্ষাবান্ধব দল। এটির প্রতিষ্ঠাকালীন ইশতেহারে বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, উচ্চশিক্ষা অর্জনে জোর দেওয়া, সেখানে উচ্চশিক্ষা হবে মুক্ত বুদ্ধি চর্চার পিঠস্থান। সেখানে আরও বলা ছিল, দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনে বাধা হয়ে না দাঁড়ায়। বঙ্গবন্ধু শিক্ষা সম্পর্কে সব সময় এ কথাগুলোই বলেছেন।
ডা. দীপু মনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসটা ঠিক বানরের তৈলাক্ত বাঁশে ওঠানামার মতো হয়েছে। বঙ্গবন্ধু প্রথমে আমাদের ওপরে উঠিয়েছেন। তাঁকে হত্যার পর আবার নিচে নামানো হয়েছে। অনেক বছর পর বঙ্গবন্ধুর কন্যা আমাদের ফের ওপরে তুলেছেন। ফের চারদলীয় জোট ক্ষমতায় এসে আবার আমাদের নিচে নামিয়ে দিয়েছে। ভাগ্য ভালো, পরেরবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে একাধারে ১৩ বছর ধরে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ১৩ বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতি। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।
বিএনপির প্রতি ইঙ্গিত করে দীপু মনি বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনার ভোট কাকে দেবেন তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা ’৭৫-এর খুনি, খুন-ধর্ষণের রাজত্ব কায়েমকারী, অগ্নিসংযোগকারী, যুদ্ধাপরাধী, নারীবিদ্বেষী, এতিমের অর্থ আত্মসাৎকারী; আপনার ভাগ্য নির্ধারণের দায়িত্ব কি তাদের হাতে দেবেন? নাকি যারা আপনার, আপনার সন্তানের ও আপনার পরবর্তী প্রজন্মের ভাগ্যোন্নয়নের জন্য, এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে তাদের হাতে দেবেন? সিদ্ধান্ত আপনার। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন।
শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, সংরক্ষিত নারী সাংসদ হাবিবুর রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল্লাহ খান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা-উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করেন রাজনীতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে