নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ৩০-৪০টি দোকান ভাঙচুর ও লুটপাটসহ ৫০-৬০টি অটোরিকশা ভাঙচুর হয়েছে বলে জানায় স্থানীয়রা।
এদিকে মোহনগঞ্জ ও বারহাট্টা থানার পুলিশ প্রথমে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি মোড়ে এ সংঘর্ষ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, অটোরিকশাতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উপজেলার বড়কাশিয়া ও বিরামপুর এ দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে এ সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। থামাতে গেলে তিন এসআইসহ ৮ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, মোহনগঞ্জ থানার এসআই রিশাদ আলম, এসআই শেখ রাসেল, এসআই মমতাজ উদ্দিনসহ ৮ পুলিশ সদস্য। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ময়মনসিংহে পাঠানো গুরুতর আহতরা হলেন, উপজেলার মানশ্রী গ্রামের সাইদুর রহমান, বাখরপুর গ্রামের হাসান, পেরিরচর গ্রামের জোসেফ ও পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের স্কুলছাত্র আকাশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘অটোরিকশা চালকের সঙ্গে ঝগড়ায় দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ালে তা বড় আকারে রূপ ধারণ করে। মোহনগঞ্জ থানা-পুলিশ ছাড়াও বারহাট্টা থানা-পুলিশ ও জেলা থেকেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ৩০-৪০টি দোকান ভাঙচুর ও লুটপাটসহ ৫০-৬০টি অটোরিকশা ভাঙচুর হয়েছে বলে জানায় স্থানীয়রা।
এদিকে মোহনগঞ্জ ও বারহাট্টা থানার পুলিশ প্রথমে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি মোড়ে এ সংঘর্ষ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, অটোরিকশাতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উপজেলার বড়কাশিয়া ও বিরামপুর এ দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে এ সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। থামাতে গেলে তিন এসআইসহ ৮ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, মোহনগঞ্জ থানার এসআই রিশাদ আলম, এসআই শেখ রাসেল, এসআই মমতাজ উদ্দিনসহ ৮ পুলিশ সদস্য। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ময়মনসিংহে পাঠানো গুরুতর আহতরা হলেন, উপজেলার মানশ্রী গ্রামের সাইদুর রহমান, বাখরপুর গ্রামের হাসান, পেরিরচর গ্রামের জোসেফ ও পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের স্কুলছাত্র আকাশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ‘অটোরিকশা চালকের সঙ্গে ঝগড়ায় দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ালে তা বড় আকারে রূপ ধারণ করে। মোহনগঞ্জ থানা-পুলিশ ছাড়াও বারহাট্টা থানা-পুলিশ ও জেলা থেকেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে