Ajker Patrika

নেত্রকোনায় আলালের কুশপুত্তলিকা দাহ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আলালের কুশপুত্তলিকা দাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলালের কুশপুত্তলিকা দাহ করে নেত্রকোনা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা কর্মীরা। 

পরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জু রানী সরকারের সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক সৈয়দা শামসুন্নার বিউটি, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাহমিদা সুলতানা, যুব মহিলা লীগের অনিতা নন্দী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য দেওয়ান কামরুল হাসান আকাশ। 

সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি বলেন, ‘বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমরা নারী সমাজ একত্রিত হয়েছি। এই আলালের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করব। তার কুশপুত্তলিকা আমরা পোড়াব। নেত্রীর বিরুদ্ধে কটু কথা বলার জন্যই আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। স্বাধীনতার পঞ্চাশ বছরে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। সেই সোনার বাংলাকে নস্যাৎ করার জন্য বিএনপির রাজাকারের সন্তানরা উঠেপড়ে লেগেছে। সেই সঙ্গে বহির্বিশ্বে জননেত্রী শেখ হাসিনার যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক; সেই সম্পর্ককে নস্যাৎ করার জন্য আজকে শিষ্টাচার বহির্ভূত কথা বলতে শুরু করেছে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলার জন্য আলালকে গ্রেপ্তার করার জন্য সরকারের প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত