নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে চাকরির আবেদনপত্র জমা দিলে তা প্রধান শিক্ষক নিচ্ছেন না বলে জানান কয়েকজন চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার এই অভিযোগপত্রটি দেন চাকরি প্রত্যাশীরা।
চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ার বাধ্যবাধকতা নেই।’ তবে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ায় হলো নিয়ম।’
নিয়োগ সংশ্লিষ্ট লোকজন জানান, বাউসা উচ্চবিদ্যালয়ের জন্য ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে চারজনের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়। কিন্তু চাকরি প্রত্যাশীরা আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তা না অফিসে ফেলে রেখে যেতে বলেন। এই ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরিপ্রত্যাশী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মিয়া বলেন, ‘৫ এপ্রিল বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে যাই। কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা নেওয়া কপিতে সই দেবেন না বলে জানান। এ কারণে আবেদনপত্র জমা দিতে ভরসা পাইনি। তাই জমা দিইনি। কিছুক্ষণ পরে দেখলাম অন্য একজনের আবেদনপত্রে তারিখসহ রিসিভ করা হয়েছে। হয়তো পছন্দের কাউকে নিয়োগ দিতেই প্রধান শিক্ষক এমনটা করছেন।’
মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী নুর মোহাম্মদ ও এনায়েত কবিরের বক্তব্যও মিয়ার মতো। তাঁদের অভিযোগ, ‘এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ সব মিলিয়ে একটা আবেদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু অফিশিয়ালি সেটা রিসিভ না করলে আমরা কোনো ভরসায় জমা দেব? গরিব বলেই তো ছোট পদে চাকরি করতে চাইছি। এখন টাকা খরচ করেও আমার আবেদন জমা দিতে পারিনি। আমরা এর বিচার চাই।’
আটপাড়া উপজেলার নিরাপত্তাকর্মী পদে আবেদনকারী মনির হোসেন বলেন, ‘প্রথমে আমি আরও কয়েকজনের সঙ্গে আবেদনপত্র জমা দিতে গিয়েছিলাম তখন রিসিভ করেননি। পরে আমি একা গিয়েছি তারপর রিসিভ কপিতে সই করে জমা রেখেছেন। স্থানীয় হিসেবে আমার সঙ্গে কোনো ঝামেলা করেননি।’
এ বিষয়ে বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘রিসিভ কপিতে সই করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তাই তাঁদের এভাবেই জমা করে রেখে যেতে বলা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘রিসিভ করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তবে প্রধান শিক্ষক ভালো মানুষ রিসিভ ছাড়া এমনিতে জমা দিলেও কোনো সমস্যা হবে না।’
বিষয়টি অবহিত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘চাকরিপ্রত্যাশী আবেদন সরাসরি বিদ্যালয়ে জমা দিলে অবশ্যই রিসিভ কপিতে সিল-স্বাক্ষর দিয়ে জমা রাখতে হবে। এটাই নিয়ম। আমি এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি রিসিভ কপিতে সই দিয়ে আবেদনপত্র জমা রাখতে।’
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের চার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে চাকরির আবেদনপত্র জমা দিলে তা প্রধান শিক্ষক নিচ্ছেন না বলে জানান কয়েকজন চাকরিপ্রত্যাশী। এ বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার এই অভিযোগপত্রটি দেন চাকরি প্রত্যাশীরা।
চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র না নেওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ার বাধ্যবাধকতা নেই।’ তবে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘আবেদন অফিশিয়ালি নেওয়ায় হলো নিয়ম।’
নিয়োগ সংশ্লিষ্ট লোকজন জানান, বাউসা উচ্চবিদ্যালয়ের জন্য ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে চারজনের নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়। কিন্তু চাকরি প্রত্যাশীরা আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তা না অফিসে ফেলে রেখে যেতে বলেন। এই ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরিপ্রত্যাশী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের মিয়া বলেন, ‘৫ এপ্রিল বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে যাই। কিন্তু প্রধান শিক্ষক আবেদনপত্র জমা নেওয়া কপিতে সই দেবেন না বলে জানান। এ কারণে আবেদনপত্র জমা দিতে ভরসা পাইনি। তাই জমা দিইনি। কিছুক্ষণ পরে দেখলাম অন্য একজনের আবেদনপত্রে তারিখসহ রিসিভ করা হয়েছে। হয়তো পছন্দের কাউকে নিয়োগ দিতেই প্রধান শিক্ষক এমনটা করছেন।’
মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নিরাপত্তাকর্মী পদের আবেদনকারী নুর মোহাম্মদ ও এনায়েত কবিরের বক্তব্যও মিয়ার মতো। তাঁদের অভিযোগ, ‘এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ সব মিলিয়ে একটা আবেদন করতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়। কিন্তু অফিশিয়ালি সেটা রিসিভ না করলে আমরা কোনো ভরসায় জমা দেব? গরিব বলেই তো ছোট পদে চাকরি করতে চাইছি। এখন টাকা খরচ করেও আমার আবেদন জমা দিতে পারিনি। আমরা এর বিচার চাই।’
আটপাড়া উপজেলার নিরাপত্তাকর্মী পদে আবেদনকারী মনির হোসেন বলেন, ‘প্রথমে আমি আরও কয়েকজনের সঙ্গে আবেদনপত্র জমা দিতে গিয়েছিলাম তখন রিসিভ করেননি। পরে আমি একা গিয়েছি তারপর রিসিভ কপিতে সই করে জমা রেখেছেন। স্থানীয় হিসেবে আমার সঙ্গে কোনো ঝামেলা করেননি।’
এ বিষয়ে বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক বলেন, ‘রিসিভ কপিতে সই করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তাই তাঁদের এভাবেই জমা করে রেখে যেতে বলা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘রিসিভ করে আবেদনপত্র জমা রাখার বাধ্যবাধকতা নেই। তবে প্রধান শিক্ষক ভালো মানুষ রিসিভ ছাড়া এমনিতে জমা দিলেও কোনো সমস্যা হবে না।’
বিষয়টি অবহিত করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর বলেন, ‘চাকরিপ্রত্যাশী আবেদন সরাসরি বিদ্যালয়ে জমা দিলে অবশ্যই রিসিভ কপিতে সিল-স্বাক্ষর দিয়ে জমা রাখতে হবে। এটাই নিয়ম। আমি এ বিষয়ে প্রধান শিক্ষককে বলেছি রিসিভ কপিতে সই দিয়ে আবেদনপত্র জমা রাখতে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে