বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) গত তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নাটোরের বাগাতিপাড়ার ১৭ জন সিএইচসিপি। কবে নাগাদ বেতন পাবেন সেটিও অনিশ্চিত।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জানান, প্রতি মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে তাঁরা বেতন পেয়ে থাকেন। কিন্তু গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন তাঁরা এখনো পাননি। উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ১৭ জন সিএইচসিপি রয়েছেন। তাঁরা প্রায় সবাই এই বেতনের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। কারও-কারও পরিবারে অনেক সময় তিন বেলা খাবারও জুটছে না।
নূরপুর মালঞ্চি কমিউনিটি ক্লিনিকে কর্মরত আক্তারুজ্জামান জানান, বৃদ্ধ বাবা ও ছেলে-মেয়ে দিয়ে মোট ছয়জনের সংসার তাঁর। উপার্জনক্ষম ব্যক্তি তিনি একাই। কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করায় অন্য কাজ করতে পারেন না। নিজের জমি-জমাও নাই। চাকরির সামান্য বেতনেই তাঁর সংসার চলে। তাও গত তিন মাস ধরে বন্ধ। পরিবার নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।
বাঁশবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের আরেক সিএইচসিপি রফিকুল ইসলাম বলেন, ‘বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য ওই বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার গত তিন মাস থেকে তাও বন্ধ। দোকানদাররা বাকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কি যে বিপদে রয়েছি, কাউকে বলে বোঝাতে পারব না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপিদের বেতন দেওয়া হয়। সারা দেশেই তাঁদের বেতন বন্ধ রয়েছে। অর্থ ছাড় হয়ে এলেই তাঁরা বেতন পাবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে