নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামী লীগের রাজনীতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। দুই প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এমপি শফিকুল ইসলাম শিমুল ও বর্তমান সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের মধ্যে বিরোধ এখন তুঙ্গে।
কানাডায় দুই মাস পরিবারের সঙ্গে থেকে নাটোরে ফিরেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শিমুলের নাটোরে আগমন ঘিরে সক্রিয় হয়েছেন তাঁর অনুসারীরা। কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করে শিমুলকে স্বাগত জানিয়েছেন তাঁরা। এর প্রতিক্রিয়ায় পাল্টা শোডাউন করেছে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ।
কানাডা ফেরত সাংসদ শিমুলের শোডাউনকে অপরাজনীতি হিসেবে দেখছেন শরিফুল ইসলামের অনুসারীরা। এ কারণে সাধারণ সম্পাদক পদের মতো সংসদ থেকেও শিমুল ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন শরিফুল ইসলাম রমজান।
গত ২০ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ হারিয়ে কানাডার টরন্টোতে স্ত্রী-সন্তানদের কাছে চলে যান সাংসদ শিমুল। নেতা দেশে না থাকায় কর্মীরা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে শুরু করেন। এই সুযোগে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দখলে নেন রমজান অনুসারীরা। এই অবস্থায় গত ৬ মে দেশে ফেরেন সাংসদ শিমুল।
গতকাল রোববার ঢাকা থেকে নাটোর আসেন তিনি। বনপাড়া বাইপাস থেকে নাটোর শহরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি পথসভা করে বক্তব্য দেন। জেলায় দলের বর্তমান নেতৃত্বের ব্যাপারে কোনো কথা না বললেও সম্প্রতি নাটোরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সরব উপস্থিতি ও তাঁকে রাজনীতি করতে সুযোগ দেওয়ায় বিস্ময় প্রকাশ করে শিমুল বলেন, তিনি যতক্ষণ সংসদ সদস্য আছেন ততক্ষণ নাটোরে দুলুকে ঢুকতে দেবেন না।
শিমুলকে স্বাগত জানিয়ে করা শোডাউন শেষ হলে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাও শহরে পাল্টা মোটর শোডাউন করে। শোডাউন শেষে কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করেন নেতারা। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ অন্যরা। সভা শেষে কার্যালয়ের বাইরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন শরিফুল ইসলাম রমজান।
শরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের একজন সাংসদ অবৈধভাবে অর্জিত সম্পদ পাচার করে কানাডার বেগমপাড়ায় বসতি গড়েছেন। দলের পদ হারিয়ে সেখানে সপরিবারে বসবাস করে তিনি দেশে ফিরে সংবর্ধনা নিয়েছেন। এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় লজ্জা। তিনি নাটোরে ফিরে অপরাজনীতি শুরু করে দিয়েছেন। বিএনপি নেতা দুলুর বিরোধিতা করে তিনি আবারও প্রধানমন্ত্রীর সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, অপরাজনীতি করে পার পাওয়া যাবে না। নাটোরে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের নীতি আদর্শ মেনেই করতে হবে।’
এ ব্যাপারে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নাটোর শহরে দুলুকে রাজনীতি তো দূরের কথা ঢুকতেও দিই নাই। অথচ বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বের সময় দুলু নাটোরে এসে রাজনীতি করে সরকার পতনের হুমকি দিয়ে চলে গেছেন। এটা দলের বর্তমান নেতৃত্ব প্রতিহত করতে পারেন নাই। তাই আমি নাটোরে পা রেখেই দুলুকে প্রতিহত করার ঘোষণা দিয়েছি। অথচ দলের সমর্থন তো পেলামই না, উল্টো দুলুর বিরুদ্ধে কথা বলায় আমাকে অপরাজনীতির শিকার হতে হলো। বিষয়টি আমি কেন্দ্রকে জানাব।’
এদিকে, সাংসদ শিমুল নিজ বাসভবনে ও সাধারণ সম্পাদক রমজান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুসারীদের নিয়ে অবস্থান করছেন। দুই জায়গার দূরত্ব মাত্র কয়েকশ হাত। ফলে উভয় নেতার অনুসারীরা মুখোমুখি অবস্থানে বলা যায়। এ নিয়ে যে কোনো সময় উত্তেজনা তৈরির আশঙ্কা করা হচ্ছে।
নাটোর জেলা আওয়ামী লীগের রাজনীতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। দুই প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এমপি শফিকুল ইসলাম শিমুল ও বর্তমান সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের মধ্যে বিরোধ এখন তুঙ্গে।
কানাডায় দুই মাস পরিবারের সঙ্গে থেকে নাটোরে ফিরেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শিমুলের নাটোরে আগমন ঘিরে সক্রিয় হয়েছেন তাঁর অনুসারীরা। কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করে শিমুলকে স্বাগত জানিয়েছেন তাঁরা। এর প্রতিক্রিয়ায় পাল্টা শোডাউন করেছে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ।
কানাডা ফেরত সাংসদ শিমুলের শোডাউনকে অপরাজনীতি হিসেবে দেখছেন শরিফুল ইসলামের অনুসারীরা। এ কারণে সাধারণ সম্পাদক পদের মতো সংসদ থেকেও শিমুল ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন শরিফুল ইসলাম রমজান।
গত ২০ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ হারিয়ে কানাডার টরন্টোতে স্ত্রী-সন্তানদের কাছে চলে যান সাংসদ শিমুল। নেতা দেশে না থাকায় কর্মীরা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হতে শুরু করেন। এই সুযোগে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দখলে নেন রমজান অনুসারীরা। এই অবস্থায় গত ৬ মে দেশে ফেরেন সাংসদ শিমুল।
গতকাল রোববার ঢাকা থেকে নাটোর আসেন তিনি। বনপাড়া বাইপাস থেকে নাটোর শহরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি পথসভা করে বক্তব্য দেন। জেলায় দলের বর্তমান নেতৃত্বের ব্যাপারে কোনো কথা না বললেও সম্প্রতি নাটোরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সরব উপস্থিতি ও তাঁকে রাজনীতি করতে সুযোগ দেওয়ায় বিস্ময় প্রকাশ করে শিমুল বলেন, তিনি যতক্ষণ সংসদ সদস্য আছেন ততক্ষণ নাটোরে দুলুকে ঢুকতে দেবেন না।
শিমুলকে স্বাগত জানিয়ে করা শোডাউন শেষ হলে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাও শহরে পাল্টা মোটর শোডাউন করে। শোডাউন শেষে কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করেন নেতারা। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ অন্যরা। সভা শেষে কার্যালয়ের বাইরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন শরিফুল ইসলাম রমজান।
শরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের একজন সাংসদ অবৈধভাবে অর্জিত সম্পদ পাচার করে কানাডার বেগমপাড়ায় বসতি গড়েছেন। দলের পদ হারিয়ে সেখানে সপরিবারে বসবাস করে তিনি দেশে ফিরে সংবর্ধনা নিয়েছেন। এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় লজ্জা। তিনি নাটোরে ফিরে অপরাজনীতি শুরু করে দিয়েছেন। বিএনপি নেতা দুলুর বিরোধিতা করে তিনি আবারও প্রধানমন্ত্রীর সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, অপরাজনীতি করে পার পাওয়া যাবে না। নাটোরে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের নীতি আদর্শ মেনেই করতে হবে।’
এ ব্যাপারে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নাটোর শহরে দুলুকে রাজনীতি তো দূরের কথা ঢুকতেও দিই নাই। অথচ বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বের সময় দুলু নাটোরে এসে রাজনীতি করে সরকার পতনের হুমকি দিয়ে চলে গেছেন। এটা দলের বর্তমান নেতৃত্ব প্রতিহত করতে পারেন নাই। তাই আমি নাটোরে পা রেখেই দুলুকে প্রতিহত করার ঘোষণা দিয়েছি। অথচ দলের সমর্থন তো পেলামই না, উল্টো দুলুর বিরুদ্ধে কথা বলায় আমাকে অপরাজনীতির শিকার হতে হলো। বিষয়টি আমি কেন্দ্রকে জানাব।’
এদিকে, সাংসদ শিমুল নিজ বাসভবনে ও সাধারণ সম্পাদক রমজান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুসারীদের নিয়ে অবস্থান করছেন। দুই জায়গার দূরত্ব মাত্র কয়েকশ হাত। ফলে উভয় নেতার অনুসারীরা মুখোমুখি অবস্থানে বলা যায়। এ নিয়ে যে কোনো সময় উত্তেজনা তৈরির আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে